নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির বার্ডস আই

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

ফ্যাশন হাউস বার্ডস আই শীত উপযোগী সব পোশাক নিয়ে এসেছে তাদের আউটলেটে। প্রতিটি উপলক্ষে বার্ডস আই নতুন নতুন ডিজাইন পোশাক নিয়ে হাজির হয় আউটলেটটিতে।


পাচার হওয়া টাকা ফেরাতে করা হচ্ছে বিশেষ আইন

ফ্যাশন হাউস বার্ডস আই বরাবরই নান্দনিক সব ধরনের পোশাক নিয়ে আসার চেষ্টা করে তাদের শো রুমগুলোতে। বিভিন্ন ডিজাইনের বাহারি সব পোশাক রয়েছে এবারও হাউজটিতে।


বার্ডস আইয়ের সঞ্চালক বলেন, আমরা বরাবরই ছেলেদের সব ধরনের পোশাক নিয়ে আসি। এই শীতেও তার ব্যতিক্রম হয়নি।

এবারের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে:
ফুলহাতা টি শার্ট, আরো থাকছে ফুলহাতা শার্ট, ফুল হাতা পলো টি শার্ট, হুডি টি শার্ট, বোবা হুডি, জ্যাকেট ও শীত উপযোগী পাঞ্জাবি ইত্যাদি।
চায়না, ইন্ডিয়া বাংলাদেশি কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলাপর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে।  (BIRDS EYE) বার্ডস আই। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২টি মেগা শো রুম। শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা। যোগাযোগ: বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০। ফোন- ০১৯১৫০৬৮১৫৩, ০১৯৭০৯৯৬৬৬২।