এশিয়াটিকের সব ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি : সংগৃহীত
অর্থনীতি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৪ পিএম
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। কর ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত চলছে।
শেয়ারবাজারে হতাশা ও আতঙ্ক
বুধবার (২৩ এপ্রিল) সিআইসি জানায়, আয়কর নথির বাইরে অতিরিক্ত আয় ও সম্পদের অনুসন্ধানেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এশিয়াটিকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির লেনদেনের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের অ্যাকাউন্ট ফ্রিজের প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হয়নি। তদন্তে প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি।
সিআইসি
এনবিআর
এশিয়াটিক


