বেসরকারি চাকরিজীবীদের আয় গণনায় বাড়তি সুবিধা

ছবি : সংগৃহীত

অর্থনীতি ডেস্ক

০৬ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

করদাতারা ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিতে পারবেন, যা ৩০ নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে। এ বছর করমুক্ত আয়সীমা বাড়েনি, আগের মতোই সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকছে। তবে রিটার্ন দেওয়ার সময় কয়েকটি নতুন বিষয় খেয়াল রাখতে হবে, কারণ এ বছরের বাজেটে কর-হিসাবের ক্ষেত্রে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।


এনবিআরের শীর্ষ দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

তার মধ্যে একটি পরিবর্তন হলো, বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনায় ছাড়ের সীমা বৃদ্ধি।


এতদিন বেতন ও ভাতাসহ সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কর ছাড় মিলত। এখন থেকে এই সীমা বেড়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। ফলে বেসরকারি চাকরিজীবীদের জন্য করের বোঝা কিছুটা হালকা হবে।