১৩ দিনে রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় দেড় বিলিয়ন ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এ সময় প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার রেমিট্যান্স। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।


একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার।

এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

প্রতিবেদনে আরও জানানো হয়, ৭ থেকে ১৩ ডিসেম্বর—এই সাত দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। অর্থাৎ মাসের মাঝামাঝি সময়ে প্রবাসী আয় আরও গতি পেয়েছে।

মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার, যা পরের সাত দিনে আরও বেড়েছে।

চলতি অর্থবছরের আগের মাসগুলোর চিত্রও ইতিবাচক। নভেম্বর মাসে দেশে এসেছে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে আগস্ট মাসে দেশে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।