এই বয়সে আইটেম সং করা যায় না : নাসরিন

ছবি : সংগৃহীত
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
ক্যারিয়ারে কয়েক হাজার ছবিতে অভিনয় করেছেন নাসরিন। একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে।
        বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফাতেহ আলী খান
এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিঠিত করেন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহনায়িকা, নায়িকা আবার কখনোবা প্রতিনায়িকার চরিত্রে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। তবে এখন আর সেই কাজের ধারাবাহিকতা নেই নাসরিনের। তিনি বলতে গেলে এখন আর অভিনয়ে নিয়মিত নেই। আর তাইতো বহু বছর ধরেই তাকে দর্শক দেখতে পান না সিনেমার পর্দায়।
পর্দায় দেখা না মিললেও অনেক দিন পর বাস্তবে দেখা মিলল তার। ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে গতকাল এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় এসেছেন বাংলা চলচ্চিত্রের অনেক নতুন-পুরাতন শিল্পী।
আর সেখানেই হাজির হয়ে গণমাধ্যমের সামনে আসেন নাসরিন। কিন্তু খানিক আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নির্মাতারা ঘুরে-ফিরে আমাকে আইটেম গানের জন্যই ডাকেন। তারা ভুলে যান যে আমার বয়স হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সে রকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চান না কেউ।’
কিছু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেও কাজ করেছেন। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আইটেম গানের সঙ্গে নাচ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। যার কারণে আজও তার পরিচয় ‘আইটেম গার্ল’।


