কুপ্রস্তাব নিয়ে মুখ খুললেন কুসুম শিকদার

ছবি : সংগৃহীত
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। একটা সময় অভিনয়ে বেশ সরব ছিলেন। তবে মাঝপথে তাকে খুব বেশি একটা ক্যামেরার সামনে দেখা যায়নি। কিন্তু সরব থাকেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন অভিনয়ও করছেন খুব বেছে বেছে। তবে গ্ল্যামারাস এ অভিনেত্রী নিজের ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি। সম্প্রতি গণমাধ্যমে মুখোমুখি হয়ে দিয়েছেন প্রশ্নের উত্তর।
        না ফেরার দেশে মুস্তাফা জামান আব্বাসী
সেখানে উঠে আসে কাস্টিং কাউচ প্রসঙ্গ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার ফিল্মই তো তিনটা। আর শেষেরটা তো আমারই। মিডিয়ায় আমি শুনি আজকাল গল্পটল্প নানা কাহিনি। আমি জানি না। আমাদের সময়ে এসব কম ছিল, অথবা ছিল না।
তিনি আরও বলেন, তবে অনেক সময় দু-একটা ঘটনা যে ঘটেনি, তা নয়। আল্লাহ তো বুদ্ধিমত্তা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নেব আমি কোন রাস্তায় যাব। আমি যদি দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি তো ছাতা নিয়ে যাব। আমারও এমন দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়।
প্রসঙ্গত, কুসুম শিকদার ‘শঙ্খচিল’ নিয়ে অভিনয় করার পর বেশ আলোচনায় চলে আসেন।। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী চরিত্রে। সিনেমাটি দুই বাংলাতেই মুক্তি পেয়েছিল।

