হোটেল থেকে নৃত্যশিল্পীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। ভারতের তরুণ নৃত্যশিল্পী ও মালায়লাম চলচ্চিত্র অভিনেতা জাহাঙ্গীর আলম মারা গেছেন। সম্প্রতি দুবাইয়ের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

জানা গেছে, মৃত্যুকালে জাহাঙ্গীরের বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। দুবাই পুলিশ মৃত্যুর কারণ খুজতে তদন্ত শুরু করেছে। 


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির তরুণ নৃত্যশিল্পী জাহাঙ্গীর আলম ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শো-র মাধ্যমে ব্যাপক পরিচিত পান। পরে ডান্স প্লাস সিজন ফাইভ, ধী ১৩ ও ১৪ হায়দরাবাদ, ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শো-এর মতো মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন। 

ভারতীয় গণমাধ্যম বলছে, ২২ সেপ্টেম্বর জাহাঙ্গীরের প্রথম ভিসার মেয়াদ শেষ হয়েছিল। ২৩ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ভিসা শুরু হওয়ার কথা ছিল। এরমধ্যে জাহাঙ্গীরের মৃত্যুর খবর পেয়ে শোকহাত তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। নৃত্যশিল্পী ও অভিনেতার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ১ লাখের বেশি অনুসারী রয়েছে জাহাঙ্গীরের। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিভিন্ন মঞ্চে পারফর্মের অংশ বিশেষ প্রকাশ করতেন তিনি।