ডজনখানেক বিয়ে করার ইচ্ছে পরীমণির

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও বিতর্কিত নায়িকা পরীমণি বরাবরই থাকেন সংবাদ শিরোনামে। অভিনয়ের বাইরে তার ব্যাক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি।


২৪ কোটি টাকা ভ্যাট ফাঁকি তাপসের ওএমজির

অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার কথা স্বীকার করেছেন পরীমণি।


তিনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়- তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমণি হাসতে হাসতে বলেন, ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।

এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমণি বলেন, না। কারও সঙ্গে সম্পর্কে আছ- জানতে চাইলে পরীমনির উত্তর, জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কেন করবে না? আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।