বিএনপি নেতার বাড়ি থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার

ছবি : সংগৃহীত
২৩ মার্চ ২০২৫, ০৬:৪৯ পিএম
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর (৪০) বাড়ির গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এ তথ্য জানিয়েছেন।

জামিন নামঞ্জুর, কারাগারে তারেক জিয়ার খালাতো ভাই তুহিন
পুলিশ সুপার জানান, গত ১৪ মার্চ নওগাঁর আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে (২৭) আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহ’র বাড়ির গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। ১৩টি গরুর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।
সাফিউল সারোয়ার আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ছোটন প্রামাণিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।