হান্নান মাসউদের ওপর হামলা, ঢাকায় বিক্ষোভ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ মার্চ ২০২৫, ১২:৫৭ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি।


আ’লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে অবরোধ

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলামোটর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা হোটেল কন্টিনেন্টাল হয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনাটি ঘটে। এতে আব্দুল হান্নান মাসুদসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী-সমর্থকেরা।