সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

ছবি : সংগৃহীত
২০ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পিএম
নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নানা বিষয়ে আলোচনা করতে ইসির সঙ্গে বৈঠকে বসেছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টা ২৫ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে এ সভা শুরু হয়।

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠকে অংশগ্রহণ করেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
বিষয়টি নিশ্চিত করে প্রতিনিধি দলের সদস্য মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আমরা নির্বাচনে কমিশনে চিঠি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় সিইসির সঙ্গে বৈঠকে বসেছি। নিবন্ধনের জন্য তিন মাস সময় বৃদ্ধিসহ নিবন্ধন আইন, নির্বাচন সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।