হাসনাতের ওপর হামলা, এখন পর্যন্ত আটক ৭০

নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০২৫, ১২:৫২ পিএম

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।


আর জেল খাটতে চাই না আমরা

রোববার (৪ মে) রাত থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান ।


তিনি জানান, গতকাল রাতে এনসিপি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পর থেকেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা অধিকাংশই আওয়ামী রাজনীতি এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত।

তিনি আরো জানান, গতকাল সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওনার গাড়িচালকের ভাষ্যমতে, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পেছন থেকে এসে গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং আব্দুল্লাহ আহত হন । খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন। এ পরপরই ওই এলাকায় অভিযান চলছে।

রাতে ওই ঘটনার পরই দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই ঘটনার খবর প্রকাশ করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।