আন্দোলন চলবে, ফিরে আসার সুযোগ নেই : ইশরাক

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৫, ১২:৫৬ পিএম
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে আন্দোলন ঈদের কারণে বিরতি দেওয়া হয়েছিল, সেই আন্দোলন অব্যাহত থাকবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাক হোসেন।

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
রবিবার (১৫ জুন) দুপুরে নগর ভবনে উপস্থিত হয়ে তিনি নতুন এ কর্মসূচি ঘোষনা করেন।
তিনি বলেন, আন্দোলন চলবে, ফিরে আসার সুযোগ নেই। বিরতিহীন ভাবে অবস্থান কর্মসূচি চলবে। শুধু দৈনন্দিন সেবা চালু থাকবে। তা আমাদের তত্বাবধায়নে চালু করা হবে। অন্য উন্নয়য় মূলক কাজ হবে না। প্রধান ফটকের দরজা খোলা হবে না।
এ সময় সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে অবাঞ্চিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করেন।