মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে : নাহিদ

ছবি : সংগৃহীত

সারাদেশ ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ০৩:১৩ পিএম

দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৮ জুলাই) রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


‘দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই’

এ সময় প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশজুড়ে বদল আসবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক এডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।