পরিবারতন্ত্র-স্বৈরতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে : নাহিদ

সারাদেশ ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম

মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্রকে দেশ থেকে উচ্ছেদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ হবে জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পাঁচ কিলোমিটার পদযাত্রা শেষে বেলা ২টার পর শহীদ দৌলত ময়দানে জনসমাবেশে এ কথা বলেন তিনি।


৬২ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো

কক্সবাজারবাসীর উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে। সংগ্রামের অপর নাম কক্সবাজার। আমারা আপনাদের কাছে এসেছি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে।


তিনি বলেন, কক্সবাজার পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। অথচ এখানকার পর্যটন শিল্পকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। পর্যটন শিল্পের নামে লুটপাট হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের আমলে কক্সবাজার সন্ত্রাস, মাদকের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার সারাদেশে কিছু ছোট ছোট গডফাদার ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের পতন ঘটিয়েছি। নতুন করে দেশে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না। কক্সবাজারে নতুন কোনো গডফাদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

রোহিঙ্গা ইস্যু কক্সবাজারের বড় সমস্যা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। রোহিঙ্গাদের প্রতি দায়িত্ব দেখাতে গিয়ে আমরা কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি, সেদিকেও খেয়াল রাখতে হবে।

কক্সবাজারের মানুষের নিরাপত্তার যেন বিঘ্ন না ঘটে এ বিষয়টি বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান তিনি। সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও বিশ্বনেতাদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান করুন। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানের সঙ্গে পৌঁছানোর ব্যবস্থা করুন।