আলোচিত জনি হত্যামামলা থেকে অব্যাহতি

যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম
৩০ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি হত্যামামলা তৎকালীন সময়ের খুবই আলোচিত একটি ঘটনা। ২০১৫ সালে ২০ জানুয়ারি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নুরুজ্জামান জনি কথিত ক্রসফায়ারে নিহত হন। আলোচিত এই হত্যা মামলার প্রথম আসামি করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামকে।

হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
দীর্ঘ শুনানির পর গতকাল (২৯ জুলাই) এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন খন্দকার এনামুল হক এনাম।
এক প্রতিক্রিয়ায় দৈনিক আওয়ার বাংলাদেশকে খন্দকার এনামুল হক এনাম বলেন, প্রায় ১০ থেকে ১১ বছর আমাদেরকে এই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। খিলগাঁও থানা তৎকালীন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি পুলিশ ক্রসফায়ার দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। আমাদের সহকর্মীকে হত্যা করে আমাদের আসামি করা হয়। এই মামলায় আমাকে এক নাম্বার আসামি করা হয়, ইসাক সরকারকে দুই নাম্বার আসামি করা হয় এবং হামিদুর রহমান হামিদকে তিন নাম্বার আসামি করা হয় ও আমার বন্ধু জয়দেবকে চার নাম্বার আসামি করা হয়। এই মামলা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট হওয়ার পরেও ৬ মাস ১৮ দিন জেল খেটে জামিনে বের হই। আমাদের আইনজীবীদের কঠোর পরিশ্রমে আইনি লড়াইয়ের মাধ্যমে আজ এই মামলা থেকে অব্যাহতি পেলাম।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের জন্য আরেকটি মামলা করা হয় তার পরিবারের পক্ষ থেকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রকৃতভাবে জড়িত তাদের বিচার দাবি করছি।
এই মামলার আইনজীবী ডেইলি আওয়ার বাংলাদেশকে জানান, মামলাটি একটি মিথ্যা মামলা। এই মামলায় উপরমহল থেকে চাপ প্রয়োগ করে খন্দকার এনামুল হক এনামকে গ্রেফতার করানো হয়। এই মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আমরা জামিন করিয়েছি। দীর্ঘ শুনানির পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রথম আসামি খন্দকার এনামুল হক এনাম এই মামলা থেকে অব্যাহতি পান।