জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখার দাবি এনসিপির

নিউজ ডেস্ক

০২ আগস্ট ২০২৫, ০১:৫০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংসদে বেশির ভাগ হয়ে গেছেন আইনজীবী ও ব্যবসায়ী। সেখানে শ্রমিকদের কেউ নেই। ব্যবসায়ী সংসদ সদস্য শ্রমিকদের না হয়ে ব্যবসায়ীর পক্ষে সংসদে কথা বলেন। তাই জাতীয় সংসদে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেস এনসি‌পির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


আওয়ামী দোসরদের নিষিদ্ধ করতে হবে : ভিপি নুর

শ্রমিকের ঘামে যে অর্থ আয় হয়, তার বড় একটি অংশ মালিকদের পকেটে চলে যায় বলে মন্তব্য করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কিছু নেতাকে আমরা মাঠে দেখেছি, তারা শ্রমিকদের পক্ষে লড়াই করে যাচ্ছেন। কিন্তু তারা মাঠে গেলে বলেন শ্রমিকের লোক; ভেতরে গেলে বলেন মালিকের লোক। এদের মোকাবিলা করতে হবে। না হ‌লে শ্রমিকদের রাজনীতি নতুন করে দাঁড়াবে না।


দলের নতুন সদস্যদের ‌তি‌নি ব‌লেন, আপনাদের দায়িত্ব হলো এনসিপিকে শ্রমিকবান্ধব দল হিসেবে গড়ে তোলা।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমরা দেখেছি, চেয়ারের বদল হলেও শ্রমিকের মজুরি বাড়েনি। শ্রমিকের রক্তের ওপরে দাঁড়িয়ে আবার পুরোনো ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করছে একটি দল। তিনি বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন থেকে শুরু করে সবকিছু সংস্কারের জন্য আলোচনা করা হয়েছে। শ্রমিকদের জন্য সংস্কার নিয়ে কোনো দল আলোচনা তোলেনি। অথচ গণঅভ্যুত্থানে শহীদ হওয়াদের বড় অংশই শ্রমিক।’

এন‌সি‌পি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য হিস্যা বুঝিয়ে না দিলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব নয়।

আজ ৯২ জন শ্রমিক যোগ দেন এন‌সি‌পি‌তে। এসব শ্রমিককে নিয়ে পরবর্তী সময়ে শ্রমিক উইংয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ব‌লে এন‌সি‌পির পক্ষ থে‌কে জানা‌নো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এন‌সি‌পির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আলেয়া খাতুন। এতে আরও অংশ নেন এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আল আমিন, সজীব ওয়াফি, আবদুল বারেক, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।