১৮ দিন পর হাসপাতাল বদল করছেন নুর

ছবি : সংগৃহীত
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আজ বিকাল সাড়ে ৪টার দিকে ছাড়পত্র পেয়েছেন। এরপর তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদ সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
জামায়াতের ইফতারে বঙ্গবীর কাদের সিদ্দিকী
ঢামেক চিকিৎসকদের ভাষ্যমতে, নুরুল হক নুর মাথা ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাতে পুরোপুরি সুস্থ হতে তার কয়েক মাস সময় লাগবে। বর্তমানে তার ‘ন্যাজাল বোন’ ফ্রাক্চার হয়ে ডিসপ্লেস অবস্থায় আছে। যা অপারেশনের মাধ্যমে পজিশনে আনতে হবে। এ বিষয়ে কোনো কোনো চিকিৎসক ২-৩ সপ্তাহ পরে অপারেশনে মতামত দিয়েছেন।
চিকিৎসকরা আরও জানান, নুরের মুখের ডান পাশের ‘ম্যাক্সিলা’ ফ্র্যাকচার ও নার্ভ ‘কমপ্রেস’ হয়ে থাকায় ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোট পর্যন্ত আংশিক অবশ রয়েছে। যেখানেও অপারেশন করে ‘নার্ভ’ ঠিক করা দরকার হবে। তাছাড়া ব্লান্ট ট্রমায় নুরের লিভারসহ আরও কিছু শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় আপাতত ডিএমসি থেকে ছুটি নিয়েছেন।
গণঅধিকার পরিষদ সূত্রে জানা গেছে, নুর রাতে তার ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আগামীকাল মঙ্গলবার সকালে অন্য কোন হসপিটালে ভর্তি হবেন। এছাড়া সামগ্রিক সুস্থতায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশবাসীর দোয়া চেয়েছেন।


