চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুর

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।


আসছে সাইবার সুরক্ষা আইন : আসিফ নজরুল

তিনি বলেন, দেরিতে হলেও নুরুল হক নুরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ায় জন্য সরকারকে ধন্যবাদ।


গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।