সারাদেশে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ছাত্রশিবির

ছবি : সংগৃহীত

ডেস্ক নিউজ

২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতিঝিল থেকে বায়তুল মোকাররম পর্যন্ত মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।


এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য ইসলামী ছাত্রশিবিরের সব স্তরের জনশক্তিসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।



এর আগে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

২৫ নভেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯টি ছাত্র সংগঠনের নেতারা ওই বৈঠকে আলোচনায় অংশ নেন।

সভা শেষে সব ছাত্র সংগঠনের পক্ষ থেকে ‘জাতীয় ছাত্র কাউন্সিল’ গঠনের বিষয়ে পরামর্শ এসেছে বলে গণমাধ্যমকে জানান হাসনাত আব্দুল্লাহ।