এমআর প্রি ক্যাডেট একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরণ

ছবি : আওয়ার বাংলাদেশ
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
চাঁদপুর মতলব দক্ষিণে এমআর প্রি ক্যাডেট একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মানিক তালুকদার। ৬ডিসেম্বর সকালে একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি : তথ্য উপদেষ্টা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জনাব মোঃ ওয়াদুদ প্রধান,পরিচালক এমআর একাডেমী,জনাব মোঃ নুরুজ্জামান সাবেক সভাপতি ২নং নায়েরগাও ইউনিয়ন যুবদল, জনাব মিজানুর রহমান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শাহপুর ডাক্তার বাড়ী, জনাব মোঃ মফিজুল ইসলাম আনিস সাংগঠনিক সম্পাদক ২নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন যুবদল, জনাব মোঃ ইসমাইল হোসেন বৈদ্য সহসভাপতি ২নং নায়েরগাও দক্ষিণ ইউনিয়ন যুবদল, নাছির উদ্দিন মোল্লা প্রতিষ্ঠাতা পরিচালক শাহপুর এমআর প্রি ক্যাডেট একাডেমী,কবির হোসেন মিয়াজী সিনিয়র শিক্ষক আদর্শ স্কুল মতলব,আরিফুল ইসলাম, রাকিব হোসাইন, মাজহারুল ইসলাম শিক্ষক অত্র একাডেমী।
এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক অপরাধ সমন পত্রিকার সম্পাদক মোঃ মুনসুর সরকার,অভিভাবক শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।
এমআর একাডেমী দুই শিক্ষার্থীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন হোসাইন মুহাম্মদ। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথীসহ অন্যান্য অতিথিবৃন্দ।