ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু

ছবি : সংগৃহীত
ক্যাম্পাস প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘টাইমলাইন’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

কাকরাইল মোড়ে আজও জবি শিক্ষার্থীদের অবরোধ
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও জানানো হয়, টাইমলাইন অনুসারে আগামী মে মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত করবে।