বিপিএলে থাকছে পুরনো তিন দল

১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের জন্য ফ্র্যাঞ্জাইজি বাছাই করতে দরপত্র অহবান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দরপত্রে পুরনো তিন ফ্র্যাঞ্জাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স তাদের ফ্র্যাঞ্জাইজি ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে।
উচ্ছ্বসিত হামজা চৌধুরীকে বরণ করেছে বাফুফে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল কুমিল্লা অঞ্চলের সফলতম ফ্র্যাঞ্জাইজি। কিন্তু বিগত বছরে বিপিএলে ছিল না তারা। যে কারণে কুমিল্লা থেকে বিপিএলে ছিল না কোন ফ্র্যাঞ্জাইজিও। আগামী ডিসেম্বরের সম্ভাব্য আসরের জন্য কুমিল্লা থেকে বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
এসএস গ্রুপ ফ্র্যাঞ্জাইজির নাম কুমিল্লা ফাইটার্স দিয়ে দরপত্র জমা দিয়েছে। বিপিএল গর্ভনিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, রাজশাহী থেকে দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে। চট্টগ্রাম থেকেও দরপত্র পেয়েছেন তারা।
এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিসিবি। অর্থাৎ ১২ থেকে ১৬তম আসর পর্যন্ত নির্বাচিত দলগুলো ফ্র্যাঞ্জাইজি চালানোর জন্য মনোনীত হবে। ফ্র্যাঞ্জাইজি যাতে সময় নিয়ে পরিকল্পনা করতে পারে, খেলোয়াড় কিনতে পারে এবং মার্কেটিং করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এছাড়া বিপিএল যাতে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা যায় সেজন্য আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির (ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ) সঙ্গে চার বছরের চুক্তি করছে বিসিবি। বিপিএল গর্ভনিং কমিটি সূত্র মতে, ১২তম আসরের জন্য আলাদা চুক্তি হবে। কারণ হিসেবে জানানো হয়েছে- এবারের আসরটির জন্য তাদের হাতে সময় কম। পরের টানা তিন বছরের জন্য হবে আলাদা চুক্তি।
এর আগে বিসিবি এক বার্তায় দেশের দশটি অঞ্চলের নামে ফ্র্যাঞ্জাইজির দরপত্র আহবান করে। ওই দশটি অঞ্চল হলো- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, নোয়াখালি ও ময়মনসিংহ। এর মধ্যে নোয়াখালি থেকেও দরপত্র জমা পড়েছে। দরপত্র আহবান সংক্রান্ত বার্তায় বিসিবি জানায়, অন্তত পাঁচটি ফ্র্যাঞ্জাইজি বাছাই করা হবে। সেক্ষেত্রে আর্থিক সক্ষমতা, স্বচ্ছতা, খ্যাতি ও লিগের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে।


