ইসলামবিরোধী কোনো সংস্কার মানবে না হেফাজত

নিজস্ব প্রতিবেদক

০৩ মে ২০২৫, ১২:৫৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা হলে জীবন দিয়ে তা প্রতিরোধ করা হবে।


আইভীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।


নেতারা বলেন, পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত হলেও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’র বিচার হয়নি। তারা অবিলম্বে এ ঘটনার তদন্ত কমিশন গঠনের দাবি জানান।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে বক্তারা বলেন, এটি কুরআন-সুন্নাহবিরোধী। প্রতিবেদন পাস করা হলে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেয়া হবে।

হেফাজত নেতারা অভিযোগ করেন, বিভিন্ন দলের মামলা প্রত্যাহার হলেও তাদের বিরুদ্ধে করা মামলা এখনো বহাল। এসব মামলা দ্রুত বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশ থেকে ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে সরকারের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।