নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো দল চাই বা না চাই, আগামী সংসদ নির্বাচন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের জনগণও এ পদ্ধতি গ্রহণ করবে।


এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় সদস্য রিদওয়ান হাসান

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


জামায়াত নেতা বলেন, পিআর পদ্ধতি জামায়াত নতুন করে চাচ্ছে না। দলের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি পদ্ধতির কথা বলেছিলেন-তত্ত্বাবধায়ক সরকার ও পিআর পদ্ধতি। তত্ত্বাবধায়ক সরকারের মতোই পিআর পদ্ধতিও বাস্তবায়িত হবে।

তিনি বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এটি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ পদ্ধতি।

কর্মশালায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহী, জেলা আমির আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।