ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
০৭ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম
গাজায় ইসরাইলের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় ক্যাম্পাসের বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজুতে জড়ো হন তারা। এ সময় ফিলিস্তিনের সমর্থনে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালাস্টাইন’ প্রভৃতি স্লোগান দেন।

পারভেজ হত্যাকাণ্ডে দুই ছাত্রী বহিষ্কার
এছাড়াও তাদের হাতে 'ফিলিস্তিন ফিলিস্তিন সেনাবাহিনী সাড়া দিন', 'আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো', 'ভয়েস ফর দ্য ভয়েসলেস', 'যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব' প্রভৃতি লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও এতে অংশ নেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরাও অংশ নেন। এ সময় তারা ফিলিস্তিনে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে সেটি দ্রুত বন্ধের দাবি জানান এবং বিশ্বমোড়লদের এই গণহত্যা বন্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান বলেন, ইসরাইল যা করেছে তা মোটেও ভালো করেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসরাইলের ওপরে গজব আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের যে রক্ত ঝরিয়েছে সেটার প্রতিফল পাবে। ইসরাইলকে সাহায্যকারী দেশগুলোও এর প্রতিফল পাবে একদিন। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি। সামর্থম্যবানদের প্রতি ফিলিস্তিনিদের সহায়তা করার আহ্বানও জানান তিনি।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. ইসমাইল হোসেন বলেন, একুশ শতকে এসেও এই নির্মম গণহত্যা আমাদের দেখতে হচ্ছে। অথচ ফিলিস্তিনের পাশেই আরব মোড়লগুলো রয়েছে। তাদের নিশ্চুপ থাকা ইসরাইলকে এই কাজে 'অনুপ্রেরণা' দিচ্ছে। আমরা চাই এই গণহত্যা দ্রুত বন্ধ হোক। গাজা ইসরাইলের থেকে মুক্ত হোক।
এদিকে স্বাধীন ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ছিলো।