মাদরাসার সভাপতি হতে লাগবে স্নাতক পাস

ছবি : সংগৃহীত

ক্যাম্পাস প্রতিনিধি

০৪ মে ২০২৫, ০২:০৯ পিএম

দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার অ্যাডহক কমিটি গঠন এবং অ্যাডহক কমিটির সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ‘স্পষ্টীকরণ’ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এতে বলা হয়েছে, অ্যাডহত কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ের মাদরাসার জন্য কামিল/স্নাতোকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদরাসার জন্য ফাযিল/ স্নাতক পাস হতে হবে।


শিক্ষার্থীদের হামলার শিকার উপকূল এক্সপ্রেস

এই বিষয়টি জানিয়ে বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্য বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুর সাত্তার মিয়া।


এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য মাদরাসা শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছে।

এর আগে, ৬ জানুয়ারি এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নতুন নিয়ম কার্যকর করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল এই বিষয়ে ‘স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি’ প্রকাশ করে মাদরাসা শিক্ষাবোর্ড।